• বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

ভবিষ্যৎ ক্লাবের বিপক্ষে গোল করেও বিদায়, সেমিতে চেলসি

প্রভাত রিপোর্ট / ২৪ বার
আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫

প্রভাত স্পোর্টস : ফুটবলীয় দক্ষতায় আগেই ব্রাজিলের ‘মেসিনহো’ নামে পরিচিতি পেয়েছিলেন ১৮ বছর বয়সী উইঙ্গার এস্তেভাও উইলিয়ান। ইতোমধ্যে আগামী মৌসুমের আগেই চেলসির স্কোয়াডে যুক্ত হয়েছে তার নাম। সেই ক্লাবের বিপক্ষে আজ এস্তেভাও মাঠে নেমেছিলেন, করেছেন গোলও। তবে ভবিষ্যৎ ক্লাব চেলসির বিপক্ষে তিনি জেতাতে পারলেন না বর্তমান ঠিকানা পালমেইরাসকে। ব্রাজিলিয়ান এই দল ২-১ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে।
বিপরীতে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি নিশ্চিত করেছে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে আধিপত্যও ছিল চেলসির। কোল পালমারের গোলে ম্যাচের শুরুর দিকে তারা এগিয়ে যাওয়ার পর পালমেইরাসকে সমতায় ফেরান এস্তেভাও। তবে সেলেসাও ক্লাবটির কপাল পোড়ে ৮৩ মিনিটে করা আগুস্তিন গাইয়ের আত্মঘাতী গোলে।
৫৩ মিনিটে করা গোলে নজর কেড়েছেন এস্তেভাও। যেন কয়েকদিন পরই যোগ দিতে যাওয়া ক্লাব চেলসিকে আগাম বার্তা দিয়ে রাখলেন। বলছেন আমি আলো ছড়াতে আসছি! চেলসির বক্সে কোণাকুণি এক শটে তিনি বল জালে জড়ান। পালমেইরাস থেকে আগেই চেলসিতে যোগ দিয়েছিলেন এস্তেভাও, বাকি ছিল কেবল চলমান এই ক্লাব বিশ্বকাপ। বিবিসি’র তথ্যমতে, চেলসিতে তার মূল্য হতে পারে ৫২ মিলিয়ন পাউন্ড (৮৭০ কোটি ৫৬ লাখ টাকা)।
একই ম্যাচে চেলসি অভিষেক করিয়েছে সম্প্রতি ক্লাবটিতে যোগ দেওয়া আরেক ব্রাজিলিয়ান বালক জোয়াও পেদ্রোকে। দু’দিন আগে তিনি ৫৫ মিলিয়ন পাউন্ডে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেন। বদলি হিসেবে নেমে অল্প সময়ের ভেতর একাধিক গোলের সুযোগও তৈরি করেছিলেন ২৩ বছরের ফরোয়ার্ড। এ ছাড়া তার জোরালো একটি শট ঠেকিয়ে দেন পালমেইরাস গোলরক্ষক। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করা চেলসি ফাইনালে ওঠার লক্ষ্যে খেলবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী বুধবার রাত ১টায় প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও