আজ
|| ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রকাশের তারিখঃ ৯ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: আইনশৃঙ্খলাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) নির্বাচন সংক্রান্ত বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। এদিন সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, আজকে প্রায় ২ ঘণ্টার বৈঠকে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা নিয়ে রিভিউ করা হয়েছে। আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রথম নির্দেশনা হচ্ছে—নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি আছে, ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি নিতে বলেছেন। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন। এই প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেমন–আইনশৃঙ্খলাবাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ করা হবে। এর মধ্যে আছে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড। নির্বাচনকে সামনে রেখে এই নিয়োগ দেওয়া হবে। তাদের নিয়োগ এবং প্রশিক্ষণ যাতে এই সময়ের মধ্যে শেষ হয়, সে বিষয়ে উনি (প্রধান উপদেষ্টা) নির্দেশ দিয়েছেন।
শফিকুল আলম বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অনেক ধরনের পাঁয়তারা হয়। প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে নির্দেশ দিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলাবাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে আগামী মাসগুলোতে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.