আজ
|| ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
জাপা ভাঙবে না, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো: জিএম কাদেরকে আনিসুল
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের উদ্দেশে সদ্য অব্যাহতি পাওয়া সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘সাহস থাকলে কাউন্সিল করুন। আমি নিজে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমার প্যানেলে মহাসচিব থাকবেন রুহুল আমিন হাওলাদার। নির্বাচনে আসেন, আমি দেখতে চাই আপনি কত ভোট পান।’ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় সাবেক এমপি ও দলটির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা ও কুমিল্লার সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা যোগ দেন আনিসুল ইসলামদের অংশে।
এ সময় আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমান রাষ্ট্রের নতুন প্রেক্ষাপটে জাতীয় পার্টির বিরাট সম্ভাবনা আছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা দলকে ঐক্যবদ্ধ করছি। কোনভাবেই জাতীয় পার্টিতে ভাঙতে দেওয়া হবে না। ‘অনেক কষ্ট করে এই পার্টি করেছি, এই পার্টি যেন মুসলিম লীগ, জাসদের মতো হয়ে না যায়। সেজন্য জাতীয় পার্টিকে বড় করার চেষ্টা করছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, জাতীয় পার্টি ভাঙবে না, আরও বৃহৎ হবে।’
এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘বাংলাদেশে একটি জাতীয় পার্টি থাকবে। দুইটা জাতীয় পার্টি থাকবে না। কোনও সিন্ডিকেটের মধ্যে জাতীয় পার্টি বন্দী থাকবে না। জাতীয় পার্টি হবে সকল তৃণমূলের নেতাকর্মীদের।’
মুজিবুল হক চুন্নু বলেন, ‘জিএম কাদের অসাংগঠনিক, অগণতান্ত্রিক ও বেআইনিভাবে আমাদের ১১ জনকে অব্যাহতি দিয়েছেন। এই অব্যাহতি আমরা মানি না।’
লিয়াকত হোসেন খোকা তার বক্তব্যে বলেন, ‘আমি জিএম কাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করবার জন্য। কিন্তু আমি ব্যর্থ হয়েছি।’
জাতীয় পার্টির সাবেক সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, এটিইউএম তাজ রহমান, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, মাসরুর মওলা, জসীম উদ্দীন ভূঁইয়া।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.