আজ
|| ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
পাসের হার কমেছে ১৫ শতাংশ
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এ বছর পাশের হার কমেছে ১৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। এ বছর তা কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পাশ করেন। তবে এ বছর ১৯ লাখ ৪ হাজার ০৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৩ হাজার ৪২৬ জন পাশ করেছেন। পাশের হার কমেছে প্রত্যেক বোর্ডেই। এ বছর ঢাকা বোর্ডে পাশের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ, গতবছর যা ছিল ৮৯ দশমিক ৩২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭২ দশমিক ০৭ শতাংশ, যা গতবছর ৮২ দশমিক ৮০ শতাংশ ছিল।
রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৬৩, যা গতবছর ৮৯ দশমিক ২৫ শতাংশ ছিল। কুমিল্লা বোর্ডে গতবছর পাশের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬০ শতাংশে। গতবছর ৯২ দশমিক ৩৩ শতাংশ পাশের হার নিয়ে প্রথম ছিল যশোর বোর্ড, এবার তা কমে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশে।
দিনাজপুর বোর্ডে পাশের হার ৬৭ দশমিক ০৩, গতবছর তা ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২২, যা গতবার ৮৪ দশমিক ৯৭ শতাংশ। এবার মাদরাসা বোর্ডে পাশের হার ৬৮ দশমিক ০৯, যা গতবার ৭৯ দশমিক ৬৬ শতাংশ। কারিগরি বোর্ডে পাশের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ, যা গতবার ৮১ দশমিক ৩৮ শতাংশ।
বরিশাল বোর্ডে পাশের হার ৫৬ দশমিক ৩৮, যা গতবার ৮৯ দশমিক ১৩ শতাংশ ছিল। সিলেট বোর্ডে এবারের পাশের হার ৬৮ দশমিক ৫৭, যা গতবার ৭৩ দশমিক ৩৫ ছিল।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.