• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: আইওএফ’র ১২ জনের জামিন বর্তমান ট্রাইব্যুনাল স্বচ্ছ, ‘ক্যাঙারু কোর্ট’ নয় : স্টেট ডিফেন্স আইনজীবী অবিলম্বে বন্দর ইজারা দেয়ার পায়তারা বন্ধ কর – নাজমুল হক প্রধান আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেবো : সারজিস কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না : খাদ্য উপদেষ্টা দেশের ক্যান্সার চিকিৎসার মূল সমস্যা টাকার অভাব নয়, সিস্টেমে গলদ : স্বাস্থ্য উপদেষ্টা আমলাতন্ত্রের সঙ্গে সংঘাত নয়, আমলাদের কাজ কমিয়ে দেয়া হবে: আমীর খসরু নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ব্যবহার করবে করাচি বন্দর, সম্মতি পাকিস্তানের চট্টগ্রাম বন্দর বিদেশিদের না দেয়ার দাবিতে সমাবেশ ৮ নভেম্বর

শিক্ষা উপদেষ্টার সঙ্গে উর্দুভাষী প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রভাত রিপোর্ট / ৮১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎ করেছেন উর্দুভাষী জনগোষ্ঠীর প্রতিনিধি দল। এ সময় তারা উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নাগরিক অধিকার সংকট ও শিক্ষা ক্ষেত্রে বিরাজমান প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরেন। বৃহস্পতিবার (১০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে সাক্ষাতের সময় তারা এসব সমস্যার কথা বলেন।
এ সময় উর্দুভাষীরা বলেন, স্বাধীনতার পর থেকে ৫৪ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে স্থাপিত ক্যাম্পগুলোতে মানবেতর জীবনযাপন করছে এ জনগোষ্ঠী। বিদ্যুৎ ও পানি সরবরাহসহ মৌলিক সুবিধা নিশ্চিত করতে ১৯৭২ সালে আন্তর্জাতিক কমিটি ফর দ্য রেড ক্রসের সঙ্গে চুক্তির ভিত্তিতে সরকারের উদ্যোগে এসব ক্যাম্প পরিচালিত হয়ে আসছে। কিন্তু নানা সময়ে কিছু সরকারের আমলে উচ্ছেদ ও সেবা সংযোগ বিচ্ছিন্নের অপচেষ্টা দেখা গেছে, যা আদালতের হস্তক্ষেপে বন্ধ হয়েছে।
প্রতিনিধি দলের ভাষ্য, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর ক্যাম্প উচ্ছেদ এবং বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি আবারও সামনে এসেছে। তারা বলেন, সম্প্রতি ঢাকার মিরপুরের একটি ক্যাম্পে উচ্ছেদের উদ্যোগ নিলে স্থানীয় বাসিন্দারা রিট করলে আদালত উচ্ছেদ স্থগিতের আদেশ দেন। তবে এরপর থেকেই সারা দেশের বিভিন্ন ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুমকি দেওয়া হচ্ছে। বিদ্যুৎ কোম্পানিগুলো একটি আদালতের রায়কে হাতিয়ার করে নানা হয়রানি শুরু করেছে।
এই প্রেক্ষাপটে প্রতিনিধি দলটি শিক্ষা উপদেষ্টার কাছে দাবি জানান, বিষয়টি যেন উপদেষ্টা পরিষদের সভায় তুলে ধরা হয় এবং অবিলম্বে একটি প্রশাসনিক ও নির্বাহী আদেশের মাধ্যমে বিদ্যুৎ ও পানি সরবরাহ অব্যাহত রাখা হয়।
পাশাপাশি তারা বলেন, ক্যাম্পবাসীদের সম্মানজনক পুনর্বাসনের আগে যেন কোনো ধরনের উচ্ছেদ না করা হয়। এর প্রতিউত্তরে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, অতীতেও আমি উর্দুভাষী জনগোষ্ঠীর ন্যায্য দাবির পাশে ছিলাম এবং ভবিষ্যতেও জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও