আজ
|| ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: ‘জুলাই ঘোষণাপত্র’কে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সম্পূর্ণ ঘোষণাপত্র নয়, বরং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র গণ–অভ্যুত্থানের চেতনাকে চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করেই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া যেতে পারে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান রাজনৈতিক সংলাপের ১১তম দিন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই বক্তব্য দেন। তিনি বলেন, ‘ঘোষণাপত্র হচ্ছে একটি রাজনৈতিক ও ঐতিহাসিক দলিল, এটি সংবিধানের মূলনীতির অংশ হতে পারে না। ’৭২ সালের সংবিধানেও স্বাধীনতার ঘোষণাপত্র মূলনীতিতে ছিল না, বরং চতুর্থ তফসিলে স্বীকৃতি পেয়েছিল।’
সালাহউদ্দিন জানান, বিএনপি গণ–অভ্যুত্থান ২০২৪-এর গুরুত্ব স্বীকার করে এবং এটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে, তবে পুরো ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করার বিষয়টি তারা সমর্থন করে না। তিনি জানান, বিএনপি ইতিপূর্বে এ বিষয়ে সরকারের উপদেষ্টাদের কাছে একটি প্রস্তাবনা জমা দিয়েছিল, যার কিছু অংশ বর্তমান আলোচ্য প্রস্তাবে অন্তর্ভুক্ত হয়েছে। তারা দলের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে নতুন করে একটি প্রস্তাব দিয়েছে, এখন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।
বিচারপতি ও জরুরি অবস্থা সংক্রান্ত প্রস্তাব
প্রধান বিচারপতি নিয়োগ বিষয়ে, বিএনপি রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করে আপিল বিভাগের জ্যেষ্ঠ দুই বিচারপতির মধ্যে থেকে নিয়োগের প্রস্তাব সমর্থন করেছে, যদি সংশ্লিষ্ট বিচারপতির বিরুদ্ধে তদন্ত না চলে। জরুরি অবস্থার অনুচ্ছেদ ১৪১(খ) ও ১৪১(গ) সংস্কারের ব্যাপারে বিএনপি বলেছে, ‘অভ্যন্তরীণ গোলযোগ’ শব্দটি সরিয়ে দিয়ে ‘সাংবিধানিক সংকট, মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ’-এর মতো যুক্তিসংগত ভিত্তি যুক্ত করা উচিত। এছাড়া প্রধানমন্ত্রী এককভাবে নয়, পূর্ণ মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে জরুরি অবস্থা জারির প্রস্তাবও বিএনপির সমর্থন পেয়েছে।
বিচার বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বাইরে থাকবে
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় বিচার বিভাগকে অন্তর্ভুক্ত না করার পক্ষে। সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি এখন বিকল্প কিছু প্রস্তাব বিবেচনা করছে যেখানে বিচারপতিরা শেষ বিকল্প হিসেবে ব্যবহৃত হবেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.