আজ
|| ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
তিতাসে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৫
মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারে পচা ফ্রিজের মাংস রাখা ও বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টায় তিতাস থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন। অভিযানে আলেক মিয়া নামের এক মাংস ব্যবসায়ীর দোকানের ফ্রিজ থেকে ৭৮ কেজি পচা মাংস উদ্ধার করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা এবং উদ্ধারকৃত মাংস বাজেয়াপ্ত করা হয়। এছাড়া উপজেলা বাতাকান্দি ও আসমানিয়া বাজারের কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে মৃত ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন, ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে যারা এমন অপকর্মে লিপ্ত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেয়া হবে না।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.