আজ
|| ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
নাজিরপুর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি ঘোষনা
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৫
মো.বাবুল শেখ, পিরোজপুর : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন ঘোষিত ওই কমিটিতে অনুপ কুমার সিকদারকে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহবায়ক অসিত হালদার ও শংকর তরুয়াকে সদস্য সচিব করা হয়েছে এবং মৃনাল কান্তি সিকদার,প্রান্ত বিশ্বাস(কালা),পরিমল বিশ্বাস, অপুর্ব মজুমদার, রিপন মন্ডল,গৌতম হালদার, বিশ্বজিৎ মৃধা,বিবেকানন্দ মালাকারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০জুলাই) সংগঠনের পিরোজপুর জেলা শাখার আহবায়ক দিলীপ কুমার মিস্ত্রি ও সদস্য সচিব সিদ্ধার্থ সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়েছে।
নাজিরপুর উপজেলা শাখার আহবায়ক অনুপ কুমার সিকদার বলেন,আমাদের সমাজের প্রতিটি মানুষ যেন ঐক্য, ভালোবাসা এবং সৌহার্দ্যের মাধ্যমে একত্রিত হতে পারে এই কামনা করি। পূজা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ। এই পবিত্র সময়ের মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ মনকে শান্ত করি এবং সমাজে ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিই।নাজিরপুর উপজেলায় অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।
বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের নাজিরপুর উপজেলার নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আবু হাসান খান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার,উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিলন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাজেদুল কবীর রাসেল ,সেখমাটিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক (সাংবাদিক) মোঃ বাবুল শেখ সহ প্রমুখ ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.