আজ
|| ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ফিফটির পর ৪ উইকেট, ফিরলেন চেনা সাকিব
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৫
প্রভাত স্পোর্টস: পাকিস্তান সুপার লিগে টানা তিন ম্যাচে রান না করে সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। উঠেছিল প্রশ্ন—"সাকিব কি ব্যাটিং ভুলে গেছেন?" কিন্তু গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার মাঠে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে সব সমালোচনার জবাব দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালসের হয়ে গায়ানার প্রভিডেন্সে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে খেলতে নেমে ৩৭ বলে ঝকঝকে ৫৮ রানের ইনিংস খেলেন সাকিব। সেই সঙ্গে বল হাতেও ছিলেন দুর্দান্ত—৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট। এই ম্যাচেই সাকিব পেলেন দুটি মাইলফলক| ১০ ইনিংস পর ফিফটি, ১৮ ম্যাচ পর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪ উইকেট। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয়বার যখন তিনি একই ম্যাচে ফিফটি ও ৪ উইকেট নিলেন। প্রথমবার ২০১৩ সালের বিজয় দিবস টি-টোয়েন্টিতে, প্রাইম ব্যাংকের হয়ে মোহামেডানের বিপক্ষে করেছিলেন ৫৭ রান ও নিয়েছিলেন ৬ উইকেট। এই পারফরম্যান্সের মাধ্যমে সাকিব স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৯৭ উইকেটের মালিক হলেন। ৫০০ উইকেটের মাইলফলক এখন একেবারে দোরগোড়ায়।
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স জিতিয়েছে তার দলকেও। দুবাই ৭ উইকেটে করেছিল ১৬৫ রান। রান তাড়ায় সেন্ট্রাল ডিসট্রিক্টস ৮ উইকেট করে ১৪৩ রান। সাকিবরা জিতেছেন ২২ রানে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.