আজ
|| ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
বন্যায় টেলিযোগাযোগ সচল রাখতে দেয়া হলো জেনারেটর
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: দেশের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জরুরি পদক্ষেপ নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ করে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা উপদ্রুত এলাকাগুলোতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে জেনারেটর ব্যবহারের জন্য ডিজেল মবিলাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (শুক্রবার) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, বন্যা পরিস্থিতির অবনতির সাথে সাথে আমরা ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা উপদ্রুত এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা সচল রাখার জন্য ডিজেল জেনারেটর মবিলাইজেশনের সিদ্ধান্ত নিয়েছি।
এছাড়া দুর্যোগকালীন এই উদ্যোগে সেবা প্রদানকারী টেলিকম অপারেটরদের পাশে দাঁড়াতে সরকার বিশেষ ফান্ড থেকে সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি।
ফয়েজ আহমদ আরও লেখেন, সরকার এসওএফ ফান্ড থেকে দুর্যোগকালীন ফুয়েল খরচের একাংশ বহন করবে বলে সার্ভিস প্রোভাইডারদের আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য যে, এসওএফ ফান্ড মূলত টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জমাকৃত অর্থ থেকে গঠিত — এটি সরকারের কোষাগার থেকে নেওয়া অর্থ নয়। এই ফান্ড মূলত দুর্যোগকালীন সময় কিংবা প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও সচল রাখতে ব্যবহৃত হয়।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, টেলিকম কর্মীদের চরম প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে যাচ্ছেন। তাদের এই ‘সেবা মনোবৃত্তি’ ও ‘ডেডিকেশন’ উল্লেখ করে তিনি প্রশংসা করেন। উল্লেখ্য, সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে জলাবদ্ধতা ও নদীভাঙনের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যার কারণে অনেক জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন হয়েছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.