আজ
|| ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
শেরপুর সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশ-ইন
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৫
প্রভাত সংবাদদাতা,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুদের পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ১১১৮/৩-এস এর নিকট দিয়ে ২২ ব্যাটালিয়ন বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা চার শিশু ও চার নারীসহ মোট ১০ জনকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশ-ইন করে। পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর রামচন্দ্রকুড়া বিওপি’র জোয়ানরা তাদেরকে পানিহাটা সীমান্ত এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতদের মধ্যে দুই জন পুরুষ, চার জন নারী ও চার শিশু রয়েছে। সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহাজাদপুর গ্রামে।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে — দুই বছর আগে কাজের খোঁজে অবৈধপথে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে নয়াদিল্লীতে যায়। সেখানে কাজ করার সময় ভারতীয় পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ও ভারতীয় পরিচয়পত্র না থাকায় তিন দিন আগে বিমানযোগে নয়াদিল্লী থেকে গৌহাটি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা পানিহাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে দেয়। বিজিবির ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.