• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হেফাজতে ইসলামের ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিলো ইসরায়েল তিতাসে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা অবশেষে নিরস্ত্রীকরণের পথে হাঁটলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আন্দোলন আসছে: নাহিদ খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা ১৮ মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেড় লাখ রোহিঙ্গা: ইউএনএইচসিআর সাগরিকার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার জালে ৯ গোল কারাগারে অধ্যাপক আবুল বারকাত মার্কিন শুল্কনীতির আঘাত: ট্রাম্প-যুগের বাণিজ্যযুদ্ধে বাংলাদেশের রপ্তানি খাত

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও তিন সন্তান দগ্ধ

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী এবং তিন সন্তান দগ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন— রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), তাদের তিন সন্তান— রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, পুরান ঢাকার সূত্রাপুর কাগজিটোলার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ পাঁচজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে রিপন ও রোকনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ, তামিমের ৪২ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ দগ্ধ ও এক বছরে শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জাকির হোসেন জানান, তারা ওই বাসায় নতুন উঠেছিলেন। রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। দগ্ধ রিপন পেশায় ভ্যানচালক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও