আজ
|| ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
আগামীকাল পালিত হবে ‘জুলাই উইমেন্স ডে’
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছে। সে অনুযায়ী আগামীকাল সোমবার (১৪ জুলাই) টিএসসি’র রাজু ভাস্কর্য চত্বর এবং টিএসসিতে ‘জুলাই উইমেন্স ডে’ পালন করা হবে।
এ উপলক্ষ্যে টিএসসিতে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো’র আয়োজন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। রবিবার (১৩ জুলাই) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাইয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম।
কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীদের অংশগ্রহণের সুবিধার্থে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা সোমবার সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হবে। এরপর ছাত্রীরা তাদের নিজস্ব অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন। অনুষ্ঠান উপভোগের জন্য দর্শক যথাযথ কর্তৃপক্ষ সরবরাহকৃত আইডি কার্ড দেখিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে পারবেন। তিনি বলেন, অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ও আগত দর্শকদের সুবিধার্থে বিভিন্ন প্রবেশপথে যাতায়াতকারী যানবাহনগুলো ১৪ জুলাই বিকাল ৩টা থেকে ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং জাতীয় জাদুঘর চত্বরে গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে। অনুষ্ঠানস্থলের ভিড় নিয়ন্ত্রণ ও যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম এবং স্বেচ্ছাসেবকরা সর্বোচ্চ সতর্ক থাকবে। এ দিন বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।
জানা যায়, অনুষ্ঠান উপলক্ষে সোমবার টিএসসি চত্বরসহ সম্ভাব্য স্থানে ফায়ার সার্ভিস টিম অবস্থান করবে। টিএসসি ও এর আশেপাশে ১০টি স্থানে বিশুদ্ধ ও সুপেয় খাবার পানি সরবরাহের ব্যবস্থা থাকবে। পুরুষ ও মহিলা উভয়ের জন্য পর্যাপ্ত ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করা হবে। জরুরি চিকিৎসার প্রয়োজনে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠানস্থলে অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে।
এছাড়াও আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এলইডি ওয়াল ইনস্টলেশন করা হবে। ভিডিওর মাধ্যমে ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগের বর্বর হামলায় আহতদের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।
পরবর্তীতে ১৭ জুলাই টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘টিচার্স ইন জুলাই’ এবং ‘আবরার ফাহাদ’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.