আজ
|| ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
কচুয়ায় বৈরী আবহাওয়ার মধ্যে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৫
খান সুমন, কচুয়া: বৈরী আবহাওয়া উপেক্ষা করে ছাত্রদলের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানিয়ে বাগেরহাটের কচুয়ায় কচুয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই কচুয়া জিরোপয়েন্ট চত্বরে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিএনপিকে জড়িয়ে ফায়দা লোটার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন ,বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উজ্জ্বল কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক হিমেল খান, সাবেক ছাত্রদল নেতা ইমরান, নাজমুস সাকিব,মোঃ তানিম, মোঃ জুয়েল, সেলিম রেজা,তামিম শেখ, রানা হামিদ প্রমুখ।
বিএনপির বিরুদ্ধে আড়ালে বসে যন্ত্রের অংশ হিসেবে কিছু দল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে বিএনপিকে জরিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য নীল নকশা করা হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.