আজ
|| ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে মহর্রম, ১৪৪৭ হিজরি
পল্লবীতে ‘পাঁচ কোটি টাকা চাঁদা দাবিতে’ গুলির ঘটনায় গ্রেপ্তার ৩
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাজধানীর পল্লবীতে ‘পাঁচ কোটি টাকা চাঁদা দাবিতে’ একটি আবাসনপ্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গত শুক্রবার বিকেলে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এ কে বিল্ডার্সের কার্যালয়ে হামলা চালায় বলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান। হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে বলে পুলিশ জানিয়েছে। দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খান। তাঁর ছেলে আমিমুল এহসান শনিবার গণমাধ্যমকে বলেন, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তাঁর বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। টাকা না দেয়ায় দুই দফায় তাঁদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। তিনি বলেন, শুক্রবার ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে তাঁদের প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা গুলিবর্ষণও করে। গুলিতে একজন আহত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী। জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা চালানো হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। জিডির পর শুক্রবার প্রতিষ্ঠানটিতে আবার হামলা হয়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.