আজ
|| ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
হাসপাতালে চিকিৎসাধীন শতবর্ষী মাহাথির মোহাম্মদ
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৫
প্রভাত ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৩ জুলাই) তার কার্যালয় থেকে জানানো হয়, মূলত শারীরিক দুর্বলতা এবং অবসাদের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন সম্প্রতি শতবর্ষে পা দেওয়া এই নেতা । ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মাহাথিরের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দুর্বলতা জনিত কারণে কুয়ালা লামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যা নাগাদই তিনি বাড়ি ফিরবেন বলে আশা করছি। আপাতত তিনি বিশ্রাম করছেন।
দক্ষিণ পূর্ব এশীয় এই নেতা দুদশকেরও বেশি সময় দেশ পরিচালনার জন্য ব্যাপকভাবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরেই হৃদ্যন্ত্রের অসুখে ভুগছেন। এ পর্যন্ত একাধিক বাইপাস সার্জারিও করিয়েছেন তিনি। বিগত কয়েক বছরে ঘনঘন হাসপাতালে ভর্তি হয়েছেন মাহাথির, যার সর্বশেষ ছিল শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যার কারণে গত অক্টোবরে।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, গত বৃহস্পতিবার মাহাথিরের ১০০তম জন্মদিন ছিল। আর তার সহধর্মিনী হাসমা মোহদ আলিরও ৯৯তম জন্মদিন ছিল শনিবার। তাদের জন্মদিন আয়োজনে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। পিকনিক স্পটে নিজেই গাড়ি চালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। সেখানে ঘণ্টাখানেক সাইকেল চালানোর পর তাকে ক্লান্ত দেখায়। পরে উদ্যাপন সম্পন্ন না করেই তাকে ফিরিয়ে নেওয়া হয়।
ডাক্তারি পেশা থেকে রাজনীতির মাঠে আসা মাহাথির মোহাম্মদ ২০২২ সাল পর্যন্ত মালয়েশিয়ার পার্লামেন্টারি সদস্য ছিলেন। তিনি ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর দেশ পরিচালনা করেন। এরপর বিরোধীদলীয় জোটকে নেতৃত্ব দিয়ে এক ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে ২০১৮ সালে আবারও ক্ষমতায় আসেন তিনি। তবে অন্তর্কোন্দলের কারণে দুবছরের কম সময়ে সে সরকারের ভেঙে যায়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.