আজ
|| ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
চেনা গণ্ডির বাইরে যেতে হয়েছে ম্রুণাল ঠাকুরকে
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০২৫
প্রভাত বিনোদন: ‘সন অব সরদার ২’ দিয়ে প্রথমবারের মতো কমেডি ঘরানার চলচ্চিত্রে কাজ করলেন ম্রুণাল ঠাকুর। ছবিতে পাঞ্জাবি চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। গত শুক্রবার মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে প্রকাশিত হয় ‘সন অব সরদার ২’-এর ট্রেলার। ছবিতে দেখা যাবে হাস্যরস, গান, নাচ ও রঙিন পাঞ্জাবি সংস্কৃতির মিশেল। ম্রুণাল বলেন, ‘আমার আগের কাজগুলো বেশির ভাগই ছিল সিরিয়াস ধাঁচের—ইমোশন, ট্র্যাজেডি কিংবা প্রেমভিত্তিক। এখানে মুডটা পুরোপুরিই আলাদা। শুরুতে ভেবেছিলাম আমি পারব না, কিন্তু ধীরে ধীরে বুঝলাম কমেডির জন্য আলাদা একটা টেম্পো দরকার। সংলাপের মধ্যে “পজ” নেওয়া, চোখের ভাষা, কিংবা সহ–অভিনেতার রিঅ্যাকশনের ওপর কীভাবে নিজেকে মেলে ধরতে হয়—এই সবকিছু একেবারে নতুন করে শিখেছি।’ ছবিতে ম্রুণালের চরিত্রের নাম ‘রাবিয়া’। প্রাণবন্ত, তীক্ষ্ণধী ও একই সঙ্গে আবেগপ্রবণ। এই চরিত্র প্রসঙ্গে ম্রুণাল বলেন, ‘রাবিয়া শুধু হাসায় না, কখনো কখনো ভাবায়ও। তাঁর নিজস্ব কিছু স্তর আছে, যেটা সময়ের সঙ্গে ধীরে ধীরে উন্মোচিত হয়। একজন পাঞ্জাবি তরুণী, কিন্তু তাঁর ভেতরে যে আবেগ, রসবোধ আর শক্তি, তা উপস্থাপন করতে গিয়ে আমাকেও আমার চেনা গণ্ডির বাইরে যেতে হয়েছে।’
পাঞ্জাবি উচ্চারণ রপ্ত করা নিয়েও শুরুতে তাঁকে হিমশিম খেতে হয়েছিল। বললেন, ‘আমার ডায়ালগ কোচ ছিলেন, যিনি প্রতিদিন ধৈর্য ধরে আমাকে শুধরে দিতেন। আমরা সেটেই রিহার্সাল করতাম। অনেক সময় “টেক”-এর মধ্যেও কেউ ফিসফিস করে বলে দিতেন, কোন শব্দটা ঠিক হচ্ছে না। পুরো ইউনিটটা এত আন্তরিক ছিল যে শেষ পর্যন্ত আমি পাঞ্জাবি-কন্যা হয়ে উঠতে পেরেছি।’
‘সন অব সরদার ২’ মুক্তি পাবে ২৫ জুলাই। একই দিন মুক্তি পাচ্ছে অজয় দেবগনের স্ত্রী কাজলের ছবি সরেজমিন, তবে সেটি ওটিটিতে। এক সাংবাদিক এ নিয়ে ‘সংঘাত’ প্রসঙ্গে অজয়কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ওনার ছবি তো ওটিটিতে আসছে, তাই সংঘাতের কোনো প্রশ্নই নেই। আর আমরা বাসায় কাজ নিয়ে আলোচনা করি না। করলেও খুব কম। আপনি আমাকে মনে করিয়ে দিলেন যে ওনার ছবি ২৫ তারিখ আসছে—আমার ধারণা, ওর মনে নেই আমার ছবিটাও ওই দিনই আসছে।’ এই ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে টিভি অভিনেত্রী রোশনি বালিয়ার। ছোট পর্দা থেকে বড় পর্দায় আসার অভিজ্ঞতা জানাতে গিয়ে অশ্রু ধরে রাখতে পারেননি তিনি। বলেন, ‘ছবিটা কমেডি, কিন্তু আমার চোখে পানি এসেছে। ছোট শহর থেকে উঠে এসে এত বড় একটা ছবিতে, এত বড় তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ, আমি অভিভূত। আমার মনে আছে, অডিশনে গিয়ে আমি শুধু বলেছিলাম, আমি ভালো কাজ করতে চাই। আর আজ আমি এখানে দাঁড়িয়ে। ম্রুণাল আপুকে আমি আমার বোনের মতো পেয়েছি। শুটিংয়ের সময় উনি প্রতিটি ছোটখাটো ব্যাপারে আমাকে সাহায্য করেছেন। আর অজয় স্যারের মধ্যে পেয়েছি বাবার মতো একজন মানুষ। তিনি কখনোই “সুপারস্টার” ভাব নিয়ে থাকেন না, বরং সেটে তিনি সবার সঙ্গেই মিশে যান।’ ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘সন অব সরদার’। ১৩ বছর পর আসছে এর সিকুয়েল সন অব সরদার ২, পরিচালনায় বিজয় কুমার অরোরা। ছবিতে আরও অভিনয় করেছেন চাংকি পান্ডে, রবি কিষান, দীপক ডব্রিয়াল, অশ্বিনী কালসেকর, কুব্রা সেত, শরৎ সাক্সেনা, মুকুল দেব ও সঞ্জয় মিশ্র।
ছবিটি ঘিরে ভারতীয় দর্শকের প্রত্যাশা বেশ উঁচুতে। ট্রেলারে মিলেছে অ্যাকশন, কমেডি, রোমান্স আর পরিবারকেন্দ্রিক আবেগের মিশেল, যা বাণিজ্যিক ছবির দর্শকদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.