আজ
|| ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
নাজিরপুরে সরকারি কর্মচারি ক্লাব ও পাঠাগারের নবনির্বাচিত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০২৫
মো. বাবুল শেখ, পিরোজপুর : সরকারি কর্মচারি ক্লাব ও পাঠাগার নাজিরপুর এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা, শপথ অনুষ্ঠান এবং বিভিন্ন দপ্তরের চাকরিজীবিদের অবসর ও বদলীজণিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার( ১৩ জুলাই ) এ সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলা পর্যায় সরকারি কর্মচারি ক্লাব ও পাঠাগারটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৩ সালে সরকারি নিবন্ধন প্রাপ্ত হয়। নিবন্ধনের পর হতে সরকারি কর্মচারিদের স্বার্থ, সহযোগিতা ও নিরাপত্তা বিধানে কাজ করে আসছেন। নাজিরপুর কর্মচারীদের মিলন মেলার অন্যতম স্থান সরকারি কর্মচারী ক্লাব যেখানে প্রায় ৩০০ জন সদস্য রয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটিতে মো. রুহুল আমিনকে সভাপতি ও মো. ইয়াসির আরাফাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও মো. শামীম আহম্মেদ ও মো. মঞ্জুরুল ইসলামকে সহসভাপতি এবং মোহাম্মদ আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক, জিনাত রেহানা রিক্তা মহিলা বিষয়ক সম্পাদকসহ মোট ২১টি পদ নিয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভা শেষে বিভিন্ন দপ্তরের অবসরজনিত ও বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সভাপতি জনাব মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক, মোঃ ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।
এসময় অবসরপ্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।বক্তারা কর্মচারিদের কল্যাণে কাজ করার ইচ্ছা ও প্রতিশ্রুতি প্রদান করেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.