• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সংকট: জনবল ঘাটতি একটি মহল তারেক রহমানের চরিত্র হননের দুঃসাহস দেখিয়েছে: ফখরুল জাতীয় ও আন্তর্জাতিক অর্জনের স্বীকৃতি পেলেন বাইউস্ট শিক্ষার্থীরা ট্রাম্পের শুল্ক হুমকির কাছে নতি স্বীকার করতে যাচ্ছে ইইউ বিষাক্ত পোকায় আতঙ্কিত আমেরিকাবাসি নামাচ্ছে কয়েক কোটি ‘প্রশিক্ষিত’ মাছি সিল করে দেয়া হয়েছে শ্রীনগর ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প, পুতিনকে নিয়ে অসন্তোষ তিব্বতের বিষয়গুলো ভারত-চীন সম্পর্কের পথে কাঁটা হয়ে আছে: বেইজিং গাজায় ইসরায়েলের লাগামহীন বর্বরতায় নিহত ছাড়িয়ে গেল ৫৮ হাজার ২৬ জনে সাকিবের আরেকটি ‘টাফ ডে’র ম্যাচে হেরেছে দুবাই ক্যাপিটালস

ভারী গহনায় চমকে দিলেন পরীমণি

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রভাত বিনোদন: ফের আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি এক নতুন লুকে দেখা মিলল তাকে। মূলত তার ফটোশুটের কয়েকটি ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে; যা রীতিমতো হইচই তৈরি করেছে ভক্তদের মাঝে। মাতৃত্বের পর আবারও নিজেকে আগের মতো ফিট করে তুলছেন পরীমণি; যেন তারই দৃষ্টান্ত মিলছে দিনে দিনে। সামাজিক মাধ্যমেও নেটিজেনরা বলছেন একই কথা। আপাতত নতুন কোনো কাজ নিয়ে এই নায়িকা এখনও কিছু না জানালেও বলা যায় নিজেকে প্রস্তত রেখেছেন তিনি। সেই ছবিগুলোতে দেখা যায়, সবুজ বেনারসি শাড়ির সঙ্গে ভারী গহনায় নিজেকে মেলে ধরেছেন পরীমণি। ঝুমকা থেকে শুরু করে সোনার হার- নানা কিছুই ছিল; হাতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে সবুজ রেশমি চুড়ি। ক্যাপশনে লিখেছেন, ‘আর আমি একটাই পরী!’। বলা বাহুল্য, পরীমণির এমন সাজ যেন ছিল ট্র্যাডিশনাল ফ্যাশনে পরিপূর্ণ; যা রীতিমতো চমকে দিয়েছে ভক্তদের মাঝে। শুধু তাই নয়, পরীমণির মন্তব্যঘরে প্রশংসায়ও ভরিয়ে দিয়েছেন তারা।
জানা গেছে, একটি রেস্টুরেন্ট উদ্বোধনে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন পরীমণি। মূলত সেই অনুষ্ঠানেই এই সাজে সবার সামনে আসেন নায়িকা। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দেন পরীমণি। জানান, বর্তমানে বিভিন্ন শোরুম ও রেস্টুরেন্ট উদ্বোধনের ব্যস্ততায় সময় কাটছে তার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও