আজ
|| ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে মহর্রম, ১৪৪৭ হিজরি
মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় ডিএমপির অভিযান, চারজনকে জরিমানা
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্নসহ নানা অভিযোগে ঢাকার মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় অভিযান চালিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে র্যাব, কোতোয়ালি ও বংশাল থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। এসময় রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুইজনকে কারাদণ্ড, দুইজনকে অর্থদণ্ড এবং চারজনকে গ্রেফতার করা হয়। সোমবার (১৪ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মিটফোর্ড রোডে অবৈধভাবে ঠেলাগাড়ি স্ট্যান্ড বানিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এক ঠেলাগাড়ি সিন্ডিকেট সর্দারকে সড়ক পরিবহন আইনে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাবুবাজার ব্রিজ এলাকায় বাহাদুর শাহ পরিবহনের এক চালককে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অবৈধভাবে ট্রাক পার্কিং করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই ট্রাক চালককে ৬ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে তারা অর্থদণ্ড পরিশোধ করে মুক্তি পান। এছাড়াও পজ মেশিনের মাধ্যমে একাধিক মামলা রুজু করা হয়। একই সময় রাস্তায় অবৈধ ভ্যান ও রিকশার গ্যারেজ বসিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.