আজ
|| ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে মহর্রম, ১৪৪৭ হিজরি
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নারীদের স্মরণে শহীদ মিনারে ড্রোন ব্যতিক্রমী ড্রোন শো
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং ‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষে মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী ড্রোন শো। নারীদের অবদানকে স্মরণ করতেই এ আয়োজন, যেখানে নানা প্রতিবাদী মুহূর্তের প্রতিচিত্র তুলে ধরা হয় আকাশে আলো ও শব্দের মাধ্যমে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টার পর শুরু হওয়া এই শো’তে উঠে আসে অভ্যুত্থানকালীন নারীদের সাহসিকতা, মিছিল, স্লোগান ও অংশগ্রহণের দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত নারী শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন। শো’র অন্যতম আকর্ষণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত বিদ্রূপাত্মক বক্তব্য, ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’ এ ছাড়াও প্রদর্শিত হয় ঐতিহাসিক স্লোগান, ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার’ ও ‘মাতৃভূমি অথবা মৃত্যু’।
আকাশে আলোর রেখায় ভেসে ওঠে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের প্রতিকৃতি, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় নির্যাতনের শিকার তন্বীর চিত্র। আরও উঠে আসে বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে নিহতদের স্মরণে কিছু প্রতীকী দৃশ্য। জুই নামে এক শিক্ষার্থী বলেন, এই ভিজ্যুয়াল শো কেবল স্মৃতিচারণ ছিল না বরং তা ছিল প্রতিবাদ ও প্রতিরোধের ভাষায় উচ্চারিত এক ইতিহাস।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.