আজ
|| ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই সফর, ১৪৪৭ হিজরি
ট্রাম্পের ‘আলটিমেটামকে’ গুরুত্ব দেয় না রাশিয়া: মেদভেদেভ
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৫
প্রভাত ডেস্ক: ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়াকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ দিনের ‘আলটিমেটামকে’ মস্কো কোনো গুরুত্ব দেয় না। ট্রাম্পের দেওয়া বক্তব্যের প্রতি মস্কোর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এমনটাই বলেছেন। এর আগে সোমবার (১৪ জুলাই) ট্রাম্প ঘোষণা করেন, যতক্ষণ পর্যন্ত ইউরোপ অস্ত্র সরবরাহের জন্য অর্থ প্রদান করবে, ততক্ষণ পর্যন্ত ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো অব্যাহত রাখবে ওয়াশিংটনের।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ন্যাটো এই প্রক্রিয়ার সমন্বয় করবে। ইউক্রেন সংঘাত সমাধানে ওয়াশিংটন এবং মস্কো যদি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে রাশিয়া এবং তার বাণিজ্যিক অংশীদারদের ওপর ১০০% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।
জবাবে দিমিত্রি মেদভেদেভ এক্স-পোস্টে লিখেছেন, ট্রাম্প ক্রেমলিনকে একটি নাটকীয় আলটিমেটাম দিয়েছেন। পরিণতির আশায় বিশ্ব কাঁপছে, যুদ্ধবাজ ইউরোপ হতাশ। রাশিয়ার এ নিয়ে কোনো পরোয়া নেই।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.