আজ
|| ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে মহর্রম, ১৪৪৭ হিজরি
তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট, অসঙ্গতি নিয়ে এ মাসেই আপিল করবো: বদিউল আলম
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। তিনি বলেন, এ রায় গণতন্ত্রের প্রাথমিক বিজয়। যদিও রায়ে কিছু বিষয়ে অঙ্গতি রয়েছে। সে বিষয়ে চলতি মাসেই আপিল করবো। আশা করি, এর মাধ্যমে চূড়ান্ত সমাধান হবে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, ড. বদিউল আলম মজুমদার এ সংক্রান্ত মামলার রিটকারী। এ সময় আরও উপস্থিত ছিলেন এ মামলার আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
ড. বদিউল আলম মজুমদার জানান, পঞ্চদশ সংশোধনীর বৈধতা ছিল না। মূলত অবৈধভাবে ক্ষমতা চিরস্থায়ী করতেই শেখ হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনেন। যেখানে কারও মতামত তোয়াক্কা করা হয়নি। শুধু তাই নয়, যে কমিটির গঠন করা হয়েছিল, সেটির প্রস্তাবও নেওয়া হয়নি। তিনি বলেন, এ সংশোধনীতে জনগণের মতামতেরও প্রয়োজনীয়তা অনুভব করা হয়নি। যাদের মতামত নেওয়া হয়েছিল, তাদের বেশিরভাগই সরকার দলীয় ছিলেন। শুধু পঞ্চদশ সংশোধনী নয়, এর মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে— সেই সরকারও অবৈধ। মানে শেখ হাসিনাও অবৈধ। আদালতের রায়েও তা বলা হয়েছে বলে তিনি জানান।
মামলার আইনজীবী ড. শরীফ ভূইয়া বলেন, পঞ্চদশ সংশোধনী ও সরকার অবৈধ ছিল। সংবিধানের সংশোধনী নিয়মানুযায়ী হয়নি। রায়ে এসব বিষয় উল্লেখ করা হয়নি। ত্রয়োদশ সংশোধনী রিভিউ করে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করলে পূর্ণাঙ্গ হবে বলে তিনি জানান। এর আগে গত ৮ জুলাই পঞ্চদশ সংশোধনী নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন উচ্চ আদালত। এর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ার পথ হলো।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.