• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

পাবলিক আইপি না পাওয়ায় আটকে আছে জাপানে ভোটার হালনাগাদ

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: পাবলিক আইপি (ইন্টারনেট প্রটোকল) না পাওয়ায় জাপানে প্রবাসী ভোটার হালনাগাদ আটকে আছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
এ এস এম হুমায়ুন কবীর বলেন, পাবলিক আইপি (ইন্টারনেট প্রটোকল) না পাওয়ায় জাপানে প্রবাসী ভোটার হালনাগাদ আটকে আছে। জাপানে প্রবাসী ভোটার হালনাগাদের জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যারা যাবেন কারিগরি সহায়তা দিতে তাদের ভিসাও করা হয়েছে। কিন্তু ওখানে পাবলিক আইপি পেতে একটু সময় লাগছে। ওখানে প্রাইভেট আইপি পাওয়া খুব সহজ। কিন্তু পাবলিক আইপি পেতে একটু সময় লাগে। আশা করি বৃহস্পতিবারের মধ্যে আমরা পাবলিক আইপি পেয়ে যাবো। যদি আমরা পাবলিক আইপি পেয়ে যাই আমাদের জনবল যাওয়ার জন্য ১০ থেকে ১২ দিন সময় লাগবে। এ সময় তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কাজ শুরু করতে নতুন করে আরও ৫টি দেশের সম্মতি পেয়েছি। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ। এর জন্য ইকুপমেন্ট প্রস্তুত করতে হবে, জনবল ও প্রয়োজনীয় দক্ষ লোককে প্রশিক্ষণ, যন্ত্রপাতির ইনট্রিগেশনের বিষয়গুলো রয়েছে। এনআইডি ডিজি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে লসএঞ্জেলসের পাশাপাশি নিউইয়র্ক, ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশের অফিস রয়েছে, সেগুলোতে চালু করার সম্মতি মিলেছে।
এ সময় তিনি আরও জানান, এ পর্যন্ত ৯টি দেশে মোট আবেদন করেছেন ৪৮ হাজার ৮০ জন। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৯ হাজার ৬৪৬ জন; যার মধ্যে ১৭ হাজার ৩৬৭ জন ভোটার হয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও