আজ
|| ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে মহর্রম, ১৪৪৭ হিজরি
বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) সমাজসেবা অফিসের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫০০ রোগীকে আর্থিক সহায়তা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে মোট ৫০০ রোগীকে ৫০ হাজার টাকা করে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ১০০ রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক রোগীদের কাছে হস্তান্তর করেন। আরও চারশত রোগীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিএমইউ-এর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাসের, সমাজসেবা অফিসার সামিয়া ইসমত সোহেলী, সমাজসেবা অফিসার রুমানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.