আজ
|| ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে মহর্রম, ১৪৪৭ হিজরি
১৪ দিন ধরে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের আন্দোলন
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: স্বতন্ত্র ইউনানি-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন টানা ১৪ দিনের ধরে চলছে। তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছে দেশের সব ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসক ও পেশাজীবী সংগঠনগুলো। এদিকে, দীর্ঘ সময় ধরে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অচলাবস্থায় রয়েছে মিরপুর-১৩ নম্বরে অবস্থিত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ক্যাম্পাস। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনটি মেডিকেল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফরহাদ রেজা বলেন, স্বাধীন দেশের চিকিৎসা শিক্ষায় আমরা এখনো পরাধীন নীতির শিকার। বারবার প্রতিশ্রুতি দিয়ে আজ পর্যন্ত কাউন্সিল গঠন করা হয়নি। আমরা আর প্রতিশ্রুতি শুনতে চাই না, আমরা আইনি স্বীকৃতি ও পেশাগত মর্যাদা চাই। এই আন্দোলন কোনো একক কলেজের নয়, এটা আমাদের চিকিৎসা পদ্ধতির অস্তিত্ব রক্ষার আন্দোলন।
আরেক আন্দোলনকারী শহিদুজ্জামান সাজিদ বলেন, আমরা আমাদের ভবিষ্যতের জন্য লড়ছি কিন্তু শুধু নিজেদের জন্য না, নতুন শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন এমন অনিশ্চয়তায় না পড়ে সেজন্যও লড়ছি। কাউন্সিল ছাড়া পেশাগত স্বীকৃতি নেই, চাকরি নেই, উচ্চশিক্ষার সুযোগ নেই। আজ ভর্তি ঠেকিয়েছি কারণ কাউন্সিল ছাড়া ভর্তি মানে আরেকটি প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেওয়া।
অন্যদিকে, সরকারিভাবে ৩৬তম ব্যাচে ভর্তি কার্যক্রমের ঘোষণা দেওয়া হলেও চলমান আন্দোলনের কারণে রোববার (১৩ জুলাই) পর্যন্ত কেউ ভর্তি হতে পারেননি। প্রতি বছর ২৫ জন করে ইউনানি ও আয়ুর্বেদিক বিভাগে মোট ৫০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। সোমবার (১৫ জুলাই) ভর্তি কার্যক্রমের শেষ দিন হলেও আন্দোলনের কারণে কলেজ কার্যত বন্ধ এবং শিক্ষার্থীরা জানিয়েছেন, কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত তারা নতুন ভর্তি কার্যক্রম হতে দেবেন না। আন্দোলনকারীরা বলেন, আমরা কোনো রাজনৈতিক দাবিতে মাঠে নামিনি, এটা আমাদের পেশাগত ন্যায্য অধিকারের প্রশ্ন। দাবি আদায় না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। তারা প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কাছে দ্রুত স্বতন্ত্র ইউনানি-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবি জানিয়ে বলেন, এ দাবির বাস্তবায়ন ছাড়া আন্দোলন থেকে সরে আসা সম্ভব নয়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.