আজ
|| ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে মহর্রম, ১৪৪৭ হিজরি
বাগেরহাটে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০২৫
বাগেরহাট প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ লংমার্চ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বৈষাম্যবিরোধী শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বাগেরহাট শহরের দশানি ট্রাফিক মোড়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করে।
ছাত্র ও যুব সংগঠন 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন', 'ছাত্র সংসদ' ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা যৌথভাবে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। তাদের অভিযোগ, শান্তিপুর্ন পদযাত্রা শেষে গোপালগঞ্জ শহর ছাড়ার সময় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের লোকজন এনসিপির গাড়িবহরে হামলা চালায়। এতে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।
বিক্ষোভ চলাকালে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. শফিউল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এম.এ. সাদ্দাম, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, মুখপাত্র আব্দুল্লাহ আল রোমানসহ অনেকেই। লংমার্চ কর্মসূচিতে হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবী জানান বক্তারা।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.