আজ
|| ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে মহর্রম, ১৪৪৭ হিজরি
বরপায় ফারহান ফাইয়াজ’র নামে বিদ্যালয়ের নামকরণ ও স্মরণসভা
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২৫
প্রভাত সংবাদদাতা,রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপায় জুলাই বিপ্লব-২৪’র শহিদ ফারহান ফাইয়াজ’র নামে বরপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ফলক উন্মোচন উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে তারাবো পৌরসভা মিলানায়তন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা। তিনি বলেন, ফারহান ফাইয়াজ নিজের জীবন দিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার রক্ষার যে সংগ্রাম করেছে, তা ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। এই প্রজন্ম তার ত্যাগ থেকে শিক্ষা নেবে, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না।
বিশেষ অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোঃ সামসুজ্জামান বলেন, একটি ছোট ছেলে, অথচ তার মন ছিল আকাশের মতো বিশাল। মানুষের জন্য বাঁচতে চেয়েছিল, সেই চাওয়াই তাকে শহিদের মর্যাদা দিয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, ফারহান ফাইয়াজ এর নামেই আজ বরপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ হলো। আমরা চাই, এই বিদ্যালয় থেকে গড়ে উঠুক আরও অসংখ্য দেশপ্রেমিক নাগরিক, যারা দেশ ও মানুষের জন্য জীবন উৎসর্গে দিধা করবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁইয়া।
ফারহান ফাইয়াজ-এর বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ছেলে হারানোর বেদনা আমৃত্যু বয়ে বেড়াবো। তবে আজকের এই সম্মান প্রমাণ করে, আমার ছেলে বৃথা যায়নি। দেশের মানুষ তাকে ভালোবাসে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.