খান সুমন, কচুয়া: সারাদেশে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই সকাল ১১ টায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি অফিসে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক খান শহিদুজ্জামান মিল্টন, শেখ জাহাঙ্গীর হোসেন, হাজরা জাহিদুল ইসলাম, শেখ হুমায়ুন কবির, থানা বিএনপি’র সদস্য মোল্লা আব্দুল গফফার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ওলিউর রসুল, সদস্য সচিব মহিউদ্দিন, বিএনপি নেতা শেখ কবির,সরদার সুমন, লিওন শিকদার, শিকদার টিপু প্রমূখ।
এ সময়ে উপজেলা বিএনপির সদস্য সচিব তার বক্তব্যে বলেন, নির্বাচনে হেরে যাবে জেনে একটি কুচক্রী মহল গতকাল আমাদের জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়েছে। এছাড়া উল্লেখ করেন সরদার জাহিদ দুর্দিনে বিএনপি’র কর্মীদের আশ্রয় দিয়েছেন ২৬ তারিখ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থেকে ভোটের মাধ্যমে সরদার জাহিদ কে সভাপতি নির্বাচন করবেন। এছাড়াও বক্তারা বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।