• রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
৬০ দিন জামাতে নামাজ আদায়

লক্ষ্মীপুরে আলোকিত রতনপুর’র উদ্যোগে ৩ কিশোর পেলো বাই সাইকেল

প্রভাত রিপোর্ট / ১২৪ বার
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মো. কামাল উদ্দিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে শিশু কিশোরদের নামাজে উৎসাহী করার লক্ষ্যে ৬০ দিনে সর্বনিম্ন ৩ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করায় ৩ কিশোরকে সাইকেল ও বাকি ১২ জন প্রতিযোগীদের স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সদর উপজেলার মান্দারী আলোকিত রতনপুর ফোরামের উদ্যোগে মধ্য রতনপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে হাদিয়া অনুষ্ঠান ও দোয়া মাহফিলে নিয়মিত নামাজ আদায়কারী শিশু কিশোরদের এসব পুরস্কার বিতরন করা হয়। উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দারী বাজার বড় মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান।
আলোকিত রতনপুর ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বেল্লাল হোসাইনের সভাপতিত্বে এবং রতনপুর জামে মসজিদের সভাপতি সামছুল ইসলাম রিপাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দারী বাজার স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান হোছাইনী,সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন, আমির হোসেন খন্দকার প্রমুখ।
জানা যায়, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন জনহিতকর কার্যক্রম করে যাচ্ছে, রতনপুর গ্রামের শিশু কিশোরদের নামাজে উৎসাহিত করার লক্ষ্যে ১৭ জন শিশু কিশোরদের মাঝে ৬০ দিন নিম্নে ৩ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার প্রতিযোগিতার উদ্যোগ গ্রহন করে আলোকিত রতনপুর ফোরাম,এতে ৩ কিশোর প্রথম স্থান অর্জন করায় তাদের মাঝে বাই সাইকেল ও বাকি প্রতিযোগীদের মাঝে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়। এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকরা সকলকে পাঞ্জাবি ও টুপি উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও