আজ
|| ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে মহর্রম, ১৪৪৭ হিজরি
টাইফুন উইফা: হংকংয়ে মুসল্লিদের সুরক্ষায় মসজিদের কার্যক্রম সাময়িক বন্ধ
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৫
ধর্ম ডেস্ক: প্রবল বাতাসের শক্তি নিয়ে হংকংয়ের দিকে এগিয়ে যাচ্ছে টাইফুন উইফা। প্রাকৃতিক এই দুর্যোগ থেকে সুরক্ষায় রবিবার হংকংয়ে সর্বোচ্চ ঝড় সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে নিরাপত্তার কারণে হংকংয়ের সব মসজিদ, নামাজের স্থান ও ধর্মীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং মসজিদগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাতাসের গতি কমে না আসা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানানো। ঝড়ের কারণে সাময়িক কার্যক্রম বন্ধ থাকা উল্লেখযোগ্য মসজিদগুলো হলো—
কোলুন মসজিদ ও ইসলামিক সেন্টার, টসিম শা সুই।
জামিয়া মসজিদ, শেলি স্ট্রিট।
চাই ওয়ান মসজিদ।
আম্মার মসজিদ, ওয়ান চাই।
ইসলামিক ইউনিয়ন মসজিদ, হ্যাপি ভ্যালি।
এছাড়াও বেশ কিছু ছোট ছোট কমিউনিটির ইবাদতগাহ বন্ধ রাখা হয়েছে।
মুসল্লিদের সুরক্ষার কথা মাথায় রেখে ধর্মীয় সমাবেশ বন্ধ এবং মসজিদ ও উপাসনালয়গুলো তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে ।
মসজিদ প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রবেশপথে নোটিশ দিয়ে জানিয়েছে, মসজিদে ফেরার আগে আবহাওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণা পর্যবেক্ষণ করতে। টাইফুন উইফার প্রভাবে হংকংয়ে প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হয়েছে, এর কারণে ৫০০’র বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং হংকংয়ের বার্ষিক বইমেলা স্থগিত করা হয়েছে।
এরফলে গণপরিবহন সেবা ব্যাহত হয়েছে এবং জরুরি নয় এমন সরকারি অফিসগুলো বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদগুলো ধাপে ধাপে খোলার পরিকল্পনা রয়েছে এবং নামাজ চালুর আগে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে, আবহাওয়ার সর্বশেষ তথ্য এবং মসজিদের বিজ্ঞপ্তি দেখে মসজিদে আসার সিদ্ধান্ত নিতে।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
Copyright © 2025 প্রভাত. All rights reserved.