আজ
|| ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে মহর্রম, ১৪৪৭ হিজরি
বেরোবিতে সক্রিয় ছাত্রদল-শিবির, প্রতিবাদে প্রশাসনকে শাড়ি-চুরি ‘উপহার’
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সক্রিয় হয়ে উঠেছে ছাত্রদল ও ছাত্রশিবির। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করায় প্রতীকী প্রতিবাদ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে শাড়ি ও চুড়ি ‘উপহার’ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২০ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটে প্রতিবাদ কর্মসূচি পালন শেষে প্রক্টর দপ্তর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে শাড়ি ও চুড়ি নিয়ে যান সাধারণ শিক্ষার্থীরা। তারা দুই দপ্তরের চেয়ারে শাড়ি পরিয়ে দেন এবং টেবিলে চুড়ি রাখেন।
এসময় শিক্ষার্থীদের ‘লেজুরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ক্যাম্পাসে রাজনীতি চলে, প্রশাসন কী করে’, ‘দিয়েছিতো রক্ত, আরও দেবো রক্ত’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ক্যাম্পাসে রাজনীতি চলে, প্রশাসন শাড়ি পরি’, ‘শিক্ষা রাজনীতি একসঙ্গে চলে না’ স্লোগান দিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘জুলাই বিপ্লবে এই বিশ্ববিদ্যালয় অন্যতম সূতিকাগার। প্রশাসন ১০৮তম সিন্ডিকেটে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে। কিন্তু সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চলছে। এতে শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।’
তিনি বলেন, ‘ছাত্ররাজনীতি গণতান্ত্রিক চর্চার জন্য ছাত্র সংসদ অনতিবিলম্বে কার্যকর করতে হবে। কোনো লেজুরবৃত্তিক সংগঠনকে এই ক্যাম্পাসে দেখতে চাই না।’
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম আশিক বলেন, ‘নোংরা রাজনীতির কারণে আমরা আবু সাঈদকে হারিয়েছি। পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিতে চাই, এই ক্যাম্পাসে ছাত্ররাজনীতির কোনো স্থান হবে না।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ‘লেজুড়বৃত্তিক রাজনীতি যাতে কেউ করতে না পারে, সেজন্য তিন সদস্যের একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা বিষয়গুলো দেখছেন। এরপর প্রমাণস্বরূপ তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
ক্যাম্পাস সূত্র জানায়, গত বছরের ২৮ অক্টোবর ১০৮তম সিন্ডিকেটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়। তা সত্ত্বেও সম্প্রতি ছাত্রশিবিরের নতুন কমিটি এবং আজ প্রকাশ্যে ছাত্রদলের নেতাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সদস্য ফরম বিতরণ নিয়ে বিতর্ক চলে। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শাড়ি-চুড়ি ‘উপহার’ দেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.