আজ
|| ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
রূপগঞ্জে কৃষকদলের বিক্ষোভ মিছিল ও চারাগাছ বিতরণ
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৫
প্রভাত সংবাদদাতা, রূপগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি এবং বিএনপির বিরুদ্ধে চলমান নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়। একই সময়ে কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীদের মাঝে ফলজ, ভেষজ ও কাঠের চারাগাছ বিতরণ করা হয়।
রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি শাহ আলম বেপারীর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি ডা. মো. শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আলম মিয়া, উপজেলা সাধারণ সম্পাদক ওবায়দুল রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে নেতারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের ভালোবাসায় প্রতিষ্ঠিত। এ দলের সুনাম ক্ষুণ্ণ করতে এবং নির্বাচন বানচালের জন্য তারেক রহমানকে নিয়ে নানা ধরনের কটুক্তি করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রেই আমরা ভয় পাই না। কৃষকদলসহ বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
পরে কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, দেশের কৃষি ও পরিবেশ রক্ষায় কৃষকদল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.