আজ
|| ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে মহর্রম, ১৪৪৭ হিজরি
হাতিরঝিলের চক্রাকার বাসে ‘র্যাপিড পাস’ চালু
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাজধানীর হাতিরঝিলের চক্রাকার বাসেও চালু হয়েছে স্মার্ট টিকিটিং ব্যবস্থা র্যাপিড পাস। রবিবার (২০ জুলাই) বিকেলে হাতিরঝিলের তেজগাঁও অংশে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।
অনুষ্ঠানে ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, র্যাপিড পাস কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের অংশ হিসেবে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) র্যাপিড পাস কার্ডের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম চালু করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে মেট্রোরেলসহ সব গণপরিবহনে যাতায়াত করা যাবে। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। নগদ ও ভাংতি টাকার ঝামেলা নেই। তিনি বলেন, এ কার্ড হাতিরঝিল চক্রকার বাসের সব কাউন্টারে পাওয়া যাবে। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের সব শাখা ও মেট্রোরেল স্টেশনগুলো থেকে এ কার্ড সংগ্রহ করা যাবে। এছাড়া একই অনুষ্ঠানে মতিঝিল থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিআরটিসির ১০টি বাসে র্যাপিড পাস কার্ড চালু করা হয়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.