আজ
|| ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে মহর্রম, ১৪৪৭ হিজরি
বাগেরহাটে জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০২৫
বাগেরহাট প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এর প্রতিবাদে বাগেরহাটে জেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার ( ২১ জুলাই) বিকালে বাগেরহাট শহরের শিশু হাসপাতলের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় ।
সেখানে জেলা শ্রমিক দলের আহ্বায়ক সর্দার লিয়াকত আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাগেরহাটের জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপি নেতা শেখ শমসের আলী মোহন, সৈয়দ নাসির আহমেদ মালেক,মো হাদিউজ্জামান হিরো,খান মনিরুল ইসলাম, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন সহ আরো অনেকে ।
বক্তারা বলেন, শেখ হাসিনার পতন হয়েছে, নব্য শেখ হাসিনার জন্ম হয়েছে আবার। আজকে তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সম্পর্কে নাবালক ছেলেরা বক্তব্য দিচ্ছে, তার ছবি ব্যাঙ্গ করছে ।আমরা এখনো সুযোগ দিচ্ছে তাদের, ভালো হওয়ার জন্য । যদি ভালো না হয়, কক্সবাজারে প্রতিরোধ দেখেছেন । প্রতিরোধ বাংলাদেশের সর্বত্র হবে । তাহলে শেখ হাসিনার মত পালিয়ে যেতে হবে । আজকে চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী দলগুলোর কিছু কিছু দল বিভ্রান্ত হয়ে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে । এই পিআর পদ্ধতি কি তা বাংলাদেশের মানুষ জানে না, পৃথিবীর অনেক দেশই জানে না। এই নির্বাচন জানে যারা শতভাগ শিক্ষিত অথচ বাংলাদেশে নব্য র এর এজেন্ট এই চরমোনাই বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে একটা দিন ও তার মুখ থেকে বুলি ফুটে নাই । ৫ তারিখের পর তিনি নব মুসলিম হয়েছেন, এখন বক্তব্য দিচ্ছে বিএনপিকে বিপদে ফেলার জন্য । আমরা তাদেরকে বলতে চায় আগে ঠিক মত মুসলিম হন, কারণ আপনারা তো আওয়ামীলীগের পক্ষে ছিলেন, আওয়ামীলীগের সাফায় গেয়েছেন । এখনো সময় আছে জনগণের কাতারে আসেন, এই ভোট বিলম্ব করার জন্য নিত্যনতুন ফন্দি আকছেন । এই ফন্দি বাংলদেশের মানুষ মেনে নিবে না ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.