আজ
|| ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে মহর্রম, ১৪৪৭ হিজরি
শরনখোলায় ছোট ভাইয়ের ওপর হামলা ও ভাংচুর
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০২৫
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর হামলা ও গোয়ালঘর ভাংচুর করেছে আপন বড় ভাইসহ তার লোকজন। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে নয় টার দিকে উপজেলার পশ্চিম খাদা গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ওয়াহিদুল হাওলাদার বলেন, পারিবারিক রাস্তা নিয়ে মেজ ভাই মোহাম্মদ নেছার হাওলাদারের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সোমবার সকালে স্থানীয় ভাড়াটিয়া লোকজন নিয়ে মেজ ভাই মোহাম্মদ নেছার হাওলাদার, তার জামাই আল-আমিন চৌকিদারসহ ১০-১২ জন মিলে গোয়ালঘর ভাংচুর চালায় । এসময় বাধা দিলে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে এবং মেয়ে রেশমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। পরে ফোনটি ফিরিয়ে দিয়ে ভাঙচুরের ঘটনা যেন কাউকে না জানানোর হুমকি দেয়।
তিনি আরও বলেন, পারিবারিক রাস্তা দীর্ঘ ১০ বছর ধরে দখল করে রেখেছেন মেজ ভাই নেছার হাওলাদার। পরে ২০২৪ সালের ৫ আগস্টের আগে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের উদ্যোগে দুই ভাইয়ের জমির মধ্য দিয়ে একটি নতুন রাস্তা তৈরি করা হয়। কিন্তু সেই রাস্তা মানতে নারাজ মেজ ভাই। তিনি জোরপূর্বক আমার গোয়ালঘরের মাঝখান থেকে রাস্তা নির্মাণের চেষ্টা করে। এনিয়ে হামলা ও ভাঙচুর চালায়। আমি এর বিচার চাই।
এবিষয়ে মোহাম্মদ নেছার হাওলাদার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.