আজ
|| ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে কড়াকড়ি
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে, ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে কেবল কলেজের নির্দিষ্ট কর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের।
বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে সরেজমিনে এসবের পাশাপাশি দেখা গেছে, প্রতিষ্ঠানটির সামনে ভিড় জমিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও উৎসুক জনতা। গেটের সামনে দাঁড়িয়ে অনেকে মোবাইল ফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন।
গেটের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য মো. রফিক বলেন, সকাল থেকে কোনো গণমাধ্যম বা সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন কলেজ কর্তৃপক্ষের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, সবকিছু তদারকি করছে পুলিশ। ’
এ বিষয়ে জানতে চাইলে মাইলস্টোন গ্রুপের ডিরেক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান রাসেল তালুকদার সংবাদমাধ্যমকে বলেন, আমি এখনো এ বিষয়ে কিছু জানি না। একটি মিটিংয়ে আছি। বিস্তারিত পরে জানাচ্ছি।
গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.