• বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে ২ লাখ ২০ হাজার টন গম

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: সরকার চলতি অর্থবছরের জন্য ২ লাখ ২০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে এই গম। বাণিজ্য ঘাটতি কমাতে জি-টু-জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে এই গম আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা।
বুধবার (২৩ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জি-টু-জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে এই গম কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ৬৮(১) ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর বিধি ৭৬(২) মোতাবেক জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।
এ অনুমোদনের পর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির প্রস্তাব উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়।
এর ফলে যুক্তরাষ্ট্রের হুইট অ্যাসোসিয়েশন থেকে ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা ব্যয়ে দুই লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন গমের দাম পড়বে ৩০২ দশমিক ৭৫ মার্কিন ডলার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও