প্রভাত বিনোদন : কে দিলো পিরিতের বেড়া, লিচুরও বাগানে…। গত ঈদে এমন কথায় সাজানো ‘তাণ্ডব’ সিনেমার গানটি রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছিলো। যার দৃশ্যে শাকিব খানের সঙ্গে সাবিলার প্রাণবন্ত উপস্থিতি ও নাচ, সেই আগুন যেন বাতাস লাগিয়ে দিলো! ‘মুজিব’ দিয়ে সাবিলার সিনেমা অভিষেক হলেও তার প্রথম ফর্মুলা ছবি ‘তাণ্ডব’। যেটিতে অভিনয় ও নাচে রীতিমতো উড়িয়ে দিলেন সকল সন্দেহ। প্রমাণ করলেন, টেলিভিশনে লম্বা সময় কাজ করেও বাণিজ্যিক সিনেমার সফল নায়িকা হওয়া যায়।
সাবিলা সম্ভব নিজেও নিজের এই প্রতিভা কিংবা সফলতায় মুগ্ধ। তাই নিজেই বুঝি নিজেকে ট্রিট দিচ্ছেন। যার জন্য ঢাকায় ‘পিরিতের বেড়া’ ভেঙে উড়ে গেলেন মহাদূর মার্কিন মুলুকে। গিয়ে তো আর পা মাটিতে যেন পড়ছে না সাবিলার। তার সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলে নজরে পড়ে অসাধারণ সব উচ্ছ্বাসে ঢাকা ছবি। এই ডালাস তো ওই বোস্টনের আকাশে দেখা মিলছে সাবিলার! সিনেমার সাফল্য, ক্লান্তি কাটানো, সব মিলিয়ে নিজেকে রিফ্রেশ করতেই তার এই যুক্তরাষ্ট্র সফর। অন্তত ভক্তরা তাই মনে করছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা চুটিয়ে ঘুরছেন সাবিলা। তবে সেখানে একা গেছেন নাকি বন্ধু বা স্বামীর সঙ্গে গেছে সেটি নিশ্চিত নয়। কারণ তিনি যতবার ছবি পোস্ট করেছেন, ততবারই তাকে একাই দেখা গেছে। এই যেমন ২৮ জুলাই সাবিলা বেশকিছু সুন্দর সুন্দর ছবি শেয়ার করেছেন টেক্সাসের ডালাস থেকে।
পোস্টে তার ভক্তরা প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘খুব চমৎকার লাগছে!’ অন্য একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ খুব সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘সাবিলা আমার প্রিয় অভিনেত্রী।’
ঈদুল আজহার পর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন সাবিলা। সেখান থেকে প্রথম ছবি পোস্ট করেন ৫ জুলাই। ল্যাভেন্ডার বাগানে বেগুনী আভায় তিনি কাটিয়েছেন চমৎকার সব মুহূর্ত, ছবিতে তা স্পষ্ট। এরপর তিনি নিয়মিতই সেখান থেকে ছবি পোস্ট করছেন। একেক দিন আমেরিকার একেক শহর থেকে। এই যেমন, ১৭ জুলাই বোস্টন থেকে তিনি বেশকিছু ছবি পোস্ট করেছিলেন। জিনস আর টপসে খুবই রূপসী লাগছিল তাকে।
বলা প্রয়োজন, শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’-এর সাফল্যের পর এই নায়িকা জানিয়ে দিয়েছেন, তিনি ঢালিউডে লম্বা রেসের ঘোড়া হতে এসেছেন। এখন থেকে খুব ভালো স্ক্রিপ্ট ছাড়া নাটকে অভিনয় করবেন না। কারণ তার এখন লক্ষ্য সিনেমা।
উল্লেখ্য, সাবিলার ‘লিচুর বাগানে’ বেড়া দেওয়া অভিযুক্ত শাকিব খানও এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। নিজের কাজের প্রয়োজনেই তার এই মার্কিন সফর। বেশ কিছুদিন এবার সেখানে থাকবেন এই অভিনেতা। জানা গেছে, একটি সিনেমার আলোচনা চূড়ান্ত করতে এবং নিজের গ্রিনকার্ড রক্ষার্থেই তিনি গিয়েছেন সেখানে।