আজ
|| ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই সফর, ১৪৪৭ হিজরি
শান্ত স্বভাবের দীপিকার রাগী রূপ ফাঁস করলেন সাবেক প্রেমিক রণবীর
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৫
প্রভাত বিনোদন : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে আপাত দৃষ্টিতে সকলে শান্ত ও ধীর-স্থির স্বভাবের বলেই জানে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিওতে রণবীর কাপুর ফাঁস করলেন দীপিকার এক ভিন্ন রূপ, যা শুনে ভক্ত-অনুরাগী থেকে শুরু অনেকেই অবাক হচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাক্ষাৎকারে রণবীর দীপিকা সম্পর্কে একটি গোপন তথ্য প্রকাশ করছেন। পাশে বসে দীপিকা বারবার তাকে থামানোর চেষ্টা করছেন। তখন দীপিকা মজার ছলে বলেন, ‘আমিও কিন্তু সব বলে দেবো।’ এরপরই রণবীর বলেন, ‘একদিন দীপিকা ফোনে কিছু একটা অর্ডার করছিল। আমি তার সঙ্গে খুনসুটি করছিলাম। তাতে রেগে গিয়ে ও ফোন ভেঙে দিয়েছিল। দীপিকার এই দিকটা কিন্তু প্রায় কেউ জানেন না।’
রণবীরের কথা শুনে দীপিকা পাশ থেকে হেসে স্বীকার করেন, সেদিন রণবীর সত্যিই তাকে খুব বিরক্ত করেছিলেন। একসময় দীপিকা ও রণবীরের প্রেম ছিল বলিউডের আলোচিত বিষয়। তবে সেই সম্পর্ক সুখকর ছিল না দীপিকার জন্য, যার ফলে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন, আর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ব্যস্ত।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.