আজ
|| ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই সফর, ১৪৪৭ হিজরি
শিবচরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২৫
হাসানাত আকাশ, শিবচর : মাদারীপুরের শিবচরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে শিবচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে 'পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI)' স্কিম এবং এসইডিপি প্রকল্পের আওতায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম। সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ ফরিদুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান ।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক এবং কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতকার্য মোট ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে মাধ্যমিক পর্যায়ে জন প্রতি ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে জন প্রতি ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান ও সম্মাননাস্বরূপ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.