প্রভাত রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের কথা বলে দিয়েছেন। আগামী ৪ তারিখের পর ৪-৫ দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে। আমরা আশা করব সেটাই যেন হয়। তিনি বলেন, সেই তারিখের মধ্যেই যেন বাংলাদেশে নির্বাচন হয়। সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং বাংলাদেশ পরিচালনা করে। এটাই হোক আজকের আমাদের বক্তব্য।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শফিউল বারী স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা ও আলোচনায় তিনি এ কথা বলেন। আজ দেশে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন আমানউল্লাহ আমান।
বিএনপি মহাসচিবের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা চাই দ্রুত তারেক রহমান দেশে আমাদের মধ্যে ফিরে আসুক। তিনি এসে দলের হাল ধরবেন।