আজ
|| ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই সফর, ১৪৪৭ হিজরি
এমবাপ্পেই পেলেন রিয়ালের নতুন ‘১০ নম্বর’ জার্সি
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৫
প্রভাত স্পোর্টস: কিলিয়ান এমবাপ্পে না আরদা গুলের—জার্সিটি উঠবে কার গায়ে? এ প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিলেন রিয়াল মাদ্রিদের সমর্থকেরা। কাল রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে তা জানিয়ে দিয়েছে মাদ্রিদের ক্লাবটি। ড্রেসিংরুমে ঝুলিয়ে রাখা রিয়ালের ১০ নম্বর জার্সির একটি ছবি পোস্ট করা হয়। সাদা রঙের সে জার্সিতে লেখা নামটা—এমবাপ্পে। গুলের এই পোস্টে ‘লাইক’ দিয়েছেন।
রিয়ালের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে আরও একটি ছবি পোস্ট করা হয় গতকাল রাতে, যে ছবি প্রায় একই সময়ে এমবাপ্পেও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। ক্লাবের ১০ নম্বর জার্সি পরে হাত উঁচু করে দাঁড়িয়ে এমবাপ্পে—ফরাসি তারকার এই পোস্টে আগুনের ইমো দিয়ে মন্তব্য করেন লুকা মদরিচ। ক্রোয়াট কিংবদন্তির বিশ্বাস, রিয়ালের ১০ নম্বর জার্সি গায়ে মাঠে এমবাপ্পে আগুনের মতোই অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। সাত মৌসুম ধরে রিয়ালের এই জার্সি শোভা পেয়েছে মদরিচের গায়ে। ক্লাব বিশ্বকাপ শেষে ঠিকানা পাল্টে তিনি এসি মিলানে নাম লেখানোয় ২০১৭ সালের পর এবারই প্রথম ফাঁকা পড়েছিল রিয়ালের ১০ নম্বর জার্সি।
মদরিচের ঠিকানা পাল্টানোর মধ্যেই প্রশ্ন উঠেছিল, তাঁর কাছ থেকে ১০ নম্বর জার্সিটি পাবেন কে? উত্তরটা এখন জানিয়ে দিল রিয়াল। ২০২৫-২৬ মৌসুম থেকে রিয়ালের নতুন ১০ নম্বর হবে এমবাপ্পের। ৯ নম্বর জার্সি ছেড়ে এখন তিনি ১০ নম্বর। জার্সির সঙ্গে এমবাপ্পের ব্যক্তিগত আবেগও জড়িয়ে আছে। নিজের জীবন নিয়ে তিনি যে কমিক বই বের করেছেন, সেখানে একটি দৃশ্যে দেখা যায়, খুব অল্প বয়সী এমবাপ্পে বড়দিনের উপহার হিসেবে রিয়ালের ১০ নম্বর জার্সি পেয়েছেন।
আনুষ্ঠানিকভাবে এটাই নিশ্চিত করা হলো। ক্লাবের ওয়েবসাইটেও এমবাপ্পের জার্সি নম্বর হালনাগাদ করা হয়েছে। আজ এমবাপ্পের ১০ নম্বর জার্সি বিক্রি শুরু করবে রিয়াল। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে ৪৪ গোল করে পিচিচি ও গোল্ডেন শু পুরস্কারও জেতেন এমবাপ্পে। নতুন মৌসুম শুরুর আগে এবং মদরিচ চলে যাওয়ার কারণে ১০ নম্বর জার্সিটিও ফাঁকা হয়ে পড়ায় এমবাপ্পের হাতে সেটা তুলে দিয়ে তাঁকে পুরস্কৃত করল রিয়াল।
ফ্রান্স জাতীয় দলের ১০ নম্বর জার্সিটিও বহু বছর ধরে এমবাপ্পের। পিএসজিতে পরতেন ৭ নম্বর জার্সি। এমবাপ্পে ৯ নম্বর জার্সি ছেড়ে দেওয়ায় এখন সেটা ফাঁকা হয়ে পড়ল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, রিয়ালের ৯ নম্বর জার্সি পাওয়ার দৌড়ে এগিয়ে তিনজন—ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, গঞ্জালো গার্সিয়া ও এনদ্রিক।
রিয়ালের ১০ নম্বর জার্সির একটা আলাদা ওজন আছে। ক্লাবটির কিংবদন্তি খেলোয়াড়দের গায়ে এই জার্সি উঠেছে। রেমন্ড কোপা, ফেরেঙ্ক পুসকাস, গিওর্গি হ্যাজি, মাইকেল লাউড্রপ, লুইস ফিগো, ক্ল্যারেন্স সিডর্ফ, মেসুত ওজিলরা এই জার্সি পরে মাঠ মাতিয়েছেন।
ক্লাব ফুটবলে সর্বশেষ এএস মোনাকোয় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন এমবাপ্পে। পিএসজিতে নিজের প্রথম মৌসুমে খেলেছেন ২৯ নম্বর জার্সি পরে। এরপর ১৭ ও ৭ নম্বর জার্সি পরে খেলেছেন। এমবাপ্পের আগে সর্বশেষ ফরাসি খেলোয়াড় হিসেবে রিয়ালের ১০ নম্বর জার্সি পরেছেন সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার লাসানা দিয়ারা।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.