আজ
|| ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই সফর, ১৪৪৭ হিজরি
গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি আনোয়ারুল
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: যেসব জেলায় ভোটার বেশি সেসব জেলায় সংসদীয় আসন বাড়বে আর যেসব জেলায় ভোটার কম সেখানে আসন কমবে। সে হিসাবে গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি। বুধবার (৩০ জুলাউ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। কমিশনার বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে। বেশি ভোটারের জেলায় আসন বাড়বে, আর কম ভোটারের জেলায় আসন কমবে।
তিনি বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেয়া হয়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.