• শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

ঐকমত্যর কমিশনে কিছু দল জটিল পরিস্থিতি তৈরি করছে : সালাহ উদ্দিন

প্রভাত রিপোর্ট / ৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ঐকমত্যর কমিশনে কিছু দল জটিল পরিস্থিতি তৈরি করছে। তারা শুধু পিআর পদ্ধতির কথা বলছে। আমরা চাই, সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচিত হবেন নিম্নকক্ষের আসনের ভিত্তিতে। আর সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগও আইনের মাধ্যমে করতে চাই।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২৩তম দিনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে সবার স্বাক্ষর থাকলে এর চেয়ে জাতীয় সম্মতি আর কী হতে পারে। সেখানে আইনের কী দরকার? তিনি বলেন, ৩১ দফা কর্মসূচিতে আমরাই প্রথম সংসদের উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছি; যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ও প্রতিভাবান ব্যক্তিরা থাকবেন। তবে তারা নির্বাচিত হবেন নিম্নকক্ষের আসনের ভিত্তিতে। আর তারা সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ তারা নির্বাচিত নন। এ ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিরাই আইন তৈরি করবেন।
সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কমিশনের প্রস্তাব অনুযায়ী এসব প্রতিষ্ঠানের নিয়োগে একটি বাছাই কমিটি হবে। যেখানে পিএসসি, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং মানবাধিকার কমিশনের প্রধানের নিয়োগ হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। আমরা মনে করি, এ পদগুলো নির্বাহী আইনের ভিত্তিতে হলে ভালো। কারণ এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাই এটি সরকারের হাতে থাকা উচিত। তিনি বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক নিয়োগ নিয়ে আমরা কোনও আপত্তি করিনি।
পিএসসির বিষয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, বিগত দিনে পিএসসির প্রশ্ন ফাঁস ও দুর্নীতির মূল কারণ ছিল, ৫৬ শতাংশ কোটা। এখন আর তা নেই। মাত্র সাত শতাংশ আছে। আমরা বলেছি, সেটিও সংসদে আলোচনা ও আইনগত নিয়মে থাকা উচিত। আমরা পিএসসির ভাইভা ২০০ এর পরিবর্তে ৫০ নম্বর করার কথা বলেছি। সেখানে কোনও ধরনের বৈষম্য করা যাবে না। তিনি জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নিয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। তিনি জানান, সংসদ সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এতে সবাই একমত। কেউ ভিন্ন মত দেয়নি। তবে কিছু ক্ষমতা আমরা রাষ্ট্রপতিকে দিতে চাই; যাতে একটি ভারসাম্য থাকে।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। মৌলিক অধিকারের বিষয়গুলোও নিশ্চিতের বিষয়ে আমরা জোর দিয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চাই।
ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্লাহসহ যুগপতের শরীক দলের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও