আজ
|| ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই সফর, ১৪৪৭ হিজরি
জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০২৫
প্রভাত বিনোদন : ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’—তিন দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করেছেন, পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। বার্লিন থেকে লন্ডন—বিশ্বজুড়েই ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। অথচ তাঁর ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না।
৩৩ বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র পুরস্কারের দেখা পাননি বলিউড বাদশাহ। অবশেষে তাঁর হাতে উঠছে পুরস্কার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে শাহরুখ খানের। প্রায় সাড়ে তিন দশকের ক্যারিয়ারে ডর, বাজিগর, দিল সে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, বীর-জারা, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান-এর আলোচিত সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান।
২০২৩ সালে মুক্তি পেয়েছে শাহরুখের তিন সিনেমা পাঠান, জওয়ান ও ডানকি। ছবি তিনটি প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামিয়েছে। এসব সিনেমা কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করেছেন প্রযোজকেরা। শাহরুখ খান কিং ছবির শুটিং করছেন, ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে।
বেনেডিথ কামবারব্যাচের প্রসঙ্গে এলেই সবার আগে আসে ‘ডক্টর স্ট্রেঞ্জ’–এর চরিত্রের কথা। সারা বিশ্বে মার্ভেলের সুপারহিরো–ভক্তদের কাছে জনপ্রিয় চরিত্রটি। ‘ডক্টর স্ট্রেঞ্জ’–এর একটি লুকে শাহরুখ খান। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন টুয়েলভথ ফেল অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সেরা সিনেমার পুরস্কার পাচ্ছে টুয়েলভথ ফেল। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি। ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা হিন্দি সিনেমার পুরস্কার পাচ্ছে কাঁঠাল। দ্য কেরালা স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন সুদীপ্ত সেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.