• শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব বাংলাদেশের শুল্ক হ্রাসে ভারতের পোশাক খাতের শেয়ারে ধস ‘মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারব’ জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান শাহবাগে অবরোধকারীদের ওপর ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, দুই পক্ষকেই পুলিশের লাঠিচার্জ ৮ আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: পুলিশ এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত শুল্ক কমানোর বিষয়ে সুস্পষ্ট ঘোষণা সরকারের তরফ থেকে পাইনি : সালাহউদ্দিন শুল্কের হার কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য ‘সন্তোষজনক অবস্থা’

শুল্ক কমানোর বিষয়ে সুস্পষ্ট ঘোষণা সরকারের তরফ থেকে পাইনি : সালাহউদ্দিন

প্রভাত রিপোর্ট / ৯ বার
আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শুল্ক কমানোর বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা সরকারের তরফ থেকে পাইনি। পাওয়ার পরেই আমাদের প্রতিক্রিয়া জানাব। শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ এর একটা খসড়া জাতীয় ঐকমত্য কমিশন থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। সেখানে জুলাই সনদ গঠনের জন্য কমিশন গঠনের আগের ইতিহাস এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সুপারিশ– এগুলো বিস্তারিত বর্ণনা করে যে সমস্ত সুপারিশগুলো ঐক্যমত্যের ভিত্তিতে সবাই গ্রহণ করেছে, সেই সুপারিশগুলো একত্রিত করে জুলাই সনদ প্রণীত হবে সেটি বলা আছে। এই সনদে যে প্রতিশ্রুতিগুলো উল্লিখিত থাকবে সেগুলো বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে দুই বছরের সময়সীমা ওনারা প্রস্তাব করেছেন। সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি ও অঙ্গীকার চেয়েছেন। আমরা সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি দিয়েছি। সেটা বাস্তবায়নের পথে যে সমস্ত সাংবিধানিক সংশোধনী, অন্য আইনের সংশোধনের প্রয়োজন হবে, সেগুলো করার জন্য প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যেটি তারা চেয়েছেন। এই হিসাবে সেটা বাস্তবায়ন হবে।
অনির্বাচিতদের মাধ্যমে সংবিধান সংশোধনের চিন্তা গণতান্ত্রিক চেতনাবিরোধী
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয়নি। কিন্তু গতকাল পর্যন্ত সবার ঐকমত্যের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। ১২৫টি প্রস্তাবে বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্নমতসহ ওখানে একমত হয়েছি। সুতরাং আশা করি সবাই এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেন দলটির জাতীয় স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।
হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী ও মাওলানা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন দুই নেতা। এরপর তারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও