আজ
|| ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই সফর, ১৪৪৭ হিজরি
এনসিপির সমাবেশ মঞ্চ প্রস্তুত, নিরাপত্তা জোরদার
প্রকাশের তারিখঃ ৩ আগস্ট, ২০২৫
প্রভাত রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুত হয়েছে। আজ রবিবার বিকেল চারটায় দলটির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। সমাবেশস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেয়ার কথা জানিয়েছে এনসিপি। শহীদ মিনারের সামনে নেতা কর্মীদের বসার জন্য বিছানো হয়েছে লাল কার্পেট। শহীদ মিনারের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সেখানে প্রদর্শন করা হচ্ছে।
গত বছরের ৩ আগস্ট হাজার হাজার সাধারণ মানুষ যেভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিল আজকে তেমন জনসমাবেশ হবে বলে আশা করছে এনসিপি। সমাবেশস্থলে উপস্থিত দলের সদস্য রফিকুল ইসলাম কনক এ কথা বলেন।
এদিকে সমাবেশস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা দুইটার দিকে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।
এনসিপির বংশাল থানার সংগঠক শাকিল বলেন, সমাবেশের নিরাপত্তায় তাদের তিন শতাধিকের বেশি নেতা কর্মী কাজ করছে। প্রশাসনের কাছ থেকে যথেষ্ট নিরাপত্তা তাঁরা পাচ্ছেন।
নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে এনসিপির সদস্য রফিকুল ইসলাম কনক বলেন, গোপালগঞ্জের মতো জায়গায় এনসিপির ওপর হামলা হয়েছে। পাশেই ছাত্রদলের সমাবেশ ও এনসিপির সমাবেশ থাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সমাবেশে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.