• মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরিপ্রাপ্তদের তথ্য সংগ্রহ করছে সরকার ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ ব্যাংকে পদোন্নতির জন্য তদবির করলে ‘অসদাচরণ’ হিসেবে দেখবে সরকার এনসিপি ‘কিংস পার্টি’, তাদের দুজন সরকারে: টিআইবির নির্বাহী পরিচালক উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন: ছাত্রদলের সম্পাদক দেশে আবার একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: মির্জা ফখরুল ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

শাহবাগসহ কিছু এলাকায় যানজট

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় আজ সমাবেশের আয়োজন করেছে তিনটি সংগঠন। একদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), অন্যদিকে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ করবে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান। তবে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অফিসগামী মানুষের চাপের পাশাপাশি এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের চলাচল মিলে সড়কে বেড়েছে গাড়ির চাপ। এতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট তৈরি হয়েছে, তীব্র ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও পরীক্ষার্থীরা। শ্যামলী, কল্যাণপুর ও শাহবাগসহ আশেপাশের কিছু এলাকায় সকাল থেকেই যানজটের দেখা মিলেছে।
শাহবাগ ট্রাফিক জোনের পরিদর্শক তারিকুল আলম সুমন জানান, শাহবাগ মোড়ের উত্তর সিগনালের ঠিক মাঝখানে একটি বিশাল মঞ্চ তৈরি করায় চারদিকে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
তিনি বলেন, ‘একটি ক্রসিংয়ের মাঝে মঞ্চ তৈরি করার আগে ট্রাফিক বিভাগের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। আজ ভোর ৬টায় এসে দেখি উত্তর সিগনালে রাস্তার মাঝখানে বিশাল মঞ্চ, এতে প্রতিটি দিকের গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে।’
তার মতে, যদি আয়োজকরা আগে থেকে যোগাযোগ করতেন, তবে তিনি মঞ্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী দক্ষিণ সিগনালে তৈরি করার পরামর্শ দিতেন, যাতে করে যান চলাচলে বাধা না সৃষ্টি হতো এবং টিএসসি পর্যন্ত পুরো রাস্তা সমাবেশের জন্য ব্যবহার করা যেত।
সকাল সাড়ে ১০ টা নাগাদ এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ না হলেও গতি ছিল অত্যন্ত ধীর।
ফার্মগেট থেকে শাহবাগ আসতে এক ঘণ্টা সময় লেগেছে বলে জানান যাত্রী দীপ্ত সূর্য। তিনি বলেন, ‘রাজধানীতে আজ তিনটি সমাবেশ—ছাত্রদল, এনসিপি ও একটি সাংস্কৃতিক সংগঠন। দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাস্তার ১২টা বেজে গেছে।’ তবে শহরের অন্যান্য অংশে ট্রাফিক পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে।
লালবাগ ট্রাফিক বিভাগের ডিসি মোফিজুল ইসলাম বলেন, ‘আমার এলাকার যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। কোথাও যানজট তৈরি হয়নি।’
তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শামীমা সুলতানা জানান, ‘বাংলামোটর থেকে শাহবাগ রুটে যান চলাচল কিছুটা ধীরগতির হলেও সামগ্রিক ট্রাফিক পরিস্থিতি বেশ স্বাভাবিক।’
রমনা ট্রাফিক বিভাগের ডিসি শফিকুল ইসলাম বলেন, ‘যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। তবে কোথাও যাতে যানজট না হয়, সেজন্য ইন্টারকন্টিনেন্টাল, মৎস্য ভবন ও কাটাবন মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় অতিরিক্ত নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়া হয়েছে।’

বিকল্প রুটে চলাচলের আহ্বান ডিএমপির

রাজধানীতে আজ রোববার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রদল ও সাইমুম শিল্পীগোষ্ঠীর একাধিক সমাবেশের কারণে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যানজটের আশঙ্কায় বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির দেয়া বিকল্প রুটগুলো হলো: হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তরের দিক থেকে আসা যানবাহন শাহবাগ অভিমুখে না গিয়ে বাম দিকে হেয়ার রোড বা মিন্টু রোড দিয়ে চলাচল করতে বলা হয়েছে।
কাটাবন মোড়: পশ্চিম দিক থেকে আসা যানবাহন শাহবাগের দিকে না গিয়ে ডান দিকে নীলক্ষেত বা পলাশী হয়ে অথবা বাম দিকে হাতিরপুল রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে যাতায়াত করতে বলা হয়েছে।
মৎস্য ভবন মোড়: হাইকোর্ট বা কদম ফোয়ারা দিক থেকে আসা যানবাহন শাহবাগমুখী না হয়ে হেয়ার রোড বা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) ব্যবহার করতে বলা হয়েছে।
কাকরাইল মসজিদ ক্রসিং: উত্তর দিক থেকে মৎস্য ভবন হয়ে শাহবাগে প্রবেশ না করে হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে বলা হয়েছে।
টিএসসি বা রাজু ভাস্কর্য ক্রসিং: দোয়েল চত্বর বা নীলক্ষেত থেকে শাহবাগ অভিমুখে না গিয়ে ওই দুই ক্রসিং ব্যবহার করে যাতায়াতের পরামর্শ দিয়েছে ডিএমপি।
শহীদ মিনার সংলগ্ন রাস্তা এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথসমূহ যথাসম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি বলছে, জনদুর্ভোগ কমাতে সমাবেশকারীদের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবু নগরবাসীকে প্রয়োজন ছাড়া এসব এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও