• মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর আত্মপ্রকাশ ক্ষোভের মুখে টিএসসিতে শিবিরের প্রদর্শনী থেকে সরানো হল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন, জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা কী আছে জুলাই ঘোষণাপত্রে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দুর্গাপুরে বিএনপির বিজয় মিছিল গাইবান্ধায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শিবচরে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কচুয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সোনাইমুড়িতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ

দেশে আবার একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

প্রভাত রিপোর্ট: দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। দেশে আবার একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘জুলাই গণ-অভ্যুত্থান শোক ও বিজয় আয়োজিত’ যুব সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে যুবদল।
সামনে অনেক চ্যালেঞ্জ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার। যাতে বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল, ছাত্রদল যত দিন টিকে থাকবে, তত দিন এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি কখনো জয়ী হতে পারবে না।’
হাসিনা সরকারের অত্যাচার, নির্যাতনে আমরা একটা দুঃসময় পার হয়ে এখানে এসেছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন ট্রানজিশন পিরিয়ডে আছি।
যখন আমাদের গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছি, তখন সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো ঠিক করা। এগুলো করেই আমাদের আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি দায়িত্ব নিয়ে সেটাকে আবার পুনর্গঠন করেছে প্রতিটি সময়। তাই ঘটেছে আজকে। এখন আবার মনে হচ্ছে, বিএনপিকেই হয়তো বা সেই দায়িত্বটা নিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা পরস্পর পরস্পরে কাদা ছোড়াছুড়ি না করি। একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করার। দেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার।
সবাই মিলে একসঙ্গে কাজ করে বাংলাদেশকে সেই দিকে এগিয়ে যাই। মাথা উচু করে দাঁড়াই, সফল হবো।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও